স্বামীর চিকিৎসা করাতে পাওনা টাকা ফেরত চান আনোয়ারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২২ জুলাই ২০১৭
ছবি : মাহবুব আলম

ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ওই দিন থেকেই স্বামীর পাশেই রয়েছেন আনোয়ারা।

সেখান থেকেই কথা বললেন জাগো নিউজের সঙ্গে। বললেন, ‘আমার স্বামীর শরীরটা বেশ খারাপ। চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। দোয়া করো বাবা যেন সুস্থ হয়ে যায়।’

এ মুহূর্তে অার্থিক কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না জানতে চাইলে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, ‘ওই যে বললাম অনেক টাকা খরচ হচ্ছে। আরও অনেক টাকা লাগবে। আজকালকার চিকিৎসা তো খুবই ব্যয়বহুল ব্যাপার। আরও অনেক টাকা লাগবে। তবে তার জন্য আমি কোনো সাহায্য চাইছি না। বিভিন্ন প্রযোজকের কাছে আমি অনেক টাকা পাই। সেগুলো ফেরত পেলেই বিপদ সামলে নিতে পারবো। কিন্তু সেগুলো বারবার চেয়েও কোনো সদুত্তর পাচ্ছি না।’

এসময় আনোয়ারা আরও বলেন, ‘বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিংয়ের টাকা পাই। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব। অনুরোধ করবো আমাকে আমার পাওনা টাকা ফেরত দিন।’

কার কার কাছে টাকা পান জানতে চাইলে তিনি বলেন, ‌‘আমি কারো নাম বলতে চাই না। উনাদের সম্মান নষ্ট করতে চাই না। আমি যাদের কাছে টাকা পাই তারা নিশ্চয়ই জানেন। তাই অনুরোধ করছি সম্মান নষ্ট না করে টাকা ফেরত দিন। আমার বয়স হয়েছে। কারো দুয়ারে দুয়ারে হাত পেতে পাওনা ফেরত চাই না। আশা করছি আমার পাওনাদার সেইসব প্রযোজকরা এরইমধ্যে সব শুনেছেন। আমার বাড়ি এসে টাকাটা দিয়ে গেল কৃতজ্ঞ থাকবো।’

তিনি বলেন, সবশেষে যদি তিনি তার নিজের চেষ্টায় স্বামীর সর্বোচ্চ চিকিৎসা চালাতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইবেন।

স্বামীর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়ে আনোয়ারা বলেন, ‘উনি এখন বেশ ভালো আছেন। তবে চিকিৎসক বলেছেন সবকিছু ঠিক হতে হতে চার পাঁচ মাস লেগে যাবে। আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন।’

আনোয়ারা নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৬৭ সালে উর্দু ছবি সৈয়দ আউয়াল ও শিবলী সাদিক পরিচালিত ‘বালা’তে। তবে অভিনেত্রী হিসেবে আনোয়ারার টার্নিং পয়েন্ট একই বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র খান আতাউর রহমান পরিচালিত ‘নবাব সিরাজউদ্দৌলা’। এই ছবিতে আলেয়া চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হন। এরপর প্রায় ছয় শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই কিংবদন্তি। এ পর্যন্ত তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

সর্বশেষ জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আনোয়ারা।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।