জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান মাতাবেন যারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২২ জুলাই ২০১৭

রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ জুলাই বিকেলে। এদিন রাষ্ট্রীয়ভাবে ২০১৫ সালের সেরা চলচ্চিত্র ও সেরা শিল্পী-কলাকুশলীরা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন।

পুরস্কার প্রদানের পাশাপাশি এখানে থাকছে চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের এ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। এছাড়া ভিন্ন রকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পী চৌধুরী।

এবারের অনুষ্ঠানটি সমন্বয় করছেন মিশা সওদাগর, পরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। এবারের পরিবেশনা কেমন হবে জানতে চাইলে এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, ‌‘বেশ জাঁকজমকপূণ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি। প্রথমে চিত্রনায়িকা পপির ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘ভালো লাগে রাত’ শিরোনামের গানের পর রিয়াজের সঙ্গে ‘কি যাদু করিলা’ গানটিতে পারফর্ম করতে দেখা যাবে।

এরপর অপু বিশ্বাস ও ফেরদৌস পারফর্ম করবেন শাবানা-আলমগীরের ‘পিতামাতা সন্তান’ ছবির ‘তুমি আরো কাছে আসিয়া’ শিরোনামের গানটিতে। এছাড়া বাকি শিল্পীরা জনপ্রিয় সব গানে নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল ও সোহাগ। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে থাকছেন স্বনামধন্য চিত্রনায়ক ফারুক।

অপু বিশ্বাস বলেন, ‘তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস ভাই। আশা করি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ অনুষ্ঠান সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও অতিথি হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন তথ্য সচিব মরতুজা আহমদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দুই জনপ্রিয় মুখ পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।