সতর্ক করে শাকিবকে চিঠি দিয়েছে শিল্পী সমিতি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ এএম, ২২ জুলাই ২০১৭

কিছুদিন ধরেই শাকিব খানের কর্মকান্ড বিতর্ক ছড়াচ্ছে। অনেক সিনিয়র শিল্পীদের বিরুদ্ধে তিনি অসম্মানজনক কথাবার্তা বলেছেন। এই সবকিছু একজন শিল্পীর আচরণ হতে পারে না বলে মনে করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এসব অভিযোগ উল্লেখ করে শিল্পী সমিতির পক্ষ থেকে শাকিব খানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, শুক্রবার (২১ জুলাই) শিল্পী সমিতির পিয়নকে দিয়ে শাকিব খানের বাসার ঠিকানায় সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এদিকে, গেল সপ্তাহে শাকিবের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কাউকে কাজ না করার সিদ্ধান্ত জানান চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক ফারুক জানান, ‌‘দেশীয় চলচ্চিত্রের ১৮ টি সংগঠনের কেউ তার (শাকিব খান) সঙ্গে কাজ করবে না।’

চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে (শাকিব খান) চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এবং শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে। নইলে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হবে।’

এ ব্যাপারে শাকিব খান জাগো নিউজকে বলেন, আমি চিঠি হাতে পেয়েছি। শিগগির আমার অবস্থান ব্যাখ্যা করব।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।