তিন দেশে রাজত্ব করবেন বাপ্পী চৌধুরী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ জুলাই ২০১৭

সুলতান যে এলাকায় থাকেন সেই এলাকার বস হয়ে যান। একটা সময় দেশ ছাড়িয়ে পাড়ি জমান বিদেশে। তাঁবু সাঁটেন সুইডেন, লন্ডন এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে। সেখানেও রাজত্ব করতে শুরু করেন।

এমন মারকাটারি অ্যাকশন গল্পে নির্মিত হচ্ছে ‘রাজ দ্য নিউ সুলতান’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

বিজ্ঞাপন

এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘সুইটহার্ট’ ছবির এই নায়ক। ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সালমান বিন আকরাম চৌধুরী।

জাগো নিউজকে নির্মাতা সালমান বলেন, ‘সুইডেন এবং লন্ডনে শুটিংয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমেরিকার ভিসার অপেক্ষা করছি। আশা করছি আগামী মাসেই এই ছবির শুটিং শুরু করতে পারব।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “এই ছবিটি নির্মাণের পর এর দ্বিতীয় কিস্তিতে ‘রাজ-২’ নির্মাণ করব। বাপ্পী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন গত রোজার সময়।”

কথায় কথায় নির্মাতা সালমান বলেন, ‘সুইডেনে গানের শুটিং, লন্ডনে সিকোয়েন্স এবং আমেরিকাতে শেষভাগের শুটিং হবে।’  

এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা জলি। নায়ক বাপ্পী বলেন, ‘ছবির গল্পটা খুবই যোশ! নিজেকে ভেঙে নতুনভাবে আবিষ্কার করার যথেষ্ট সুযোগ আছে।’ তিনি বলেন, ‘যে ধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সেটা আমার কাছে একেবারেই নতুন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাপ্পী বর্তমানে পলকে পলকে তোমাকে চাই, ভোলা ছাড়াও কয়েকটি ছবিতে অভিনয় করছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হচ্ছে আপন মানুষ এবং সুলতানা বিবিয়ানা। 

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।