আজীবন সম্মাননা পেলেন খালিদ হোসেন


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ মে ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তি উপলক্ষে সোমবার চ্যানেল আই কার্যালয়ে বসেছিলো নজরুল অনুরাগী বিশিষ্ট ব্যক্তিত্বদের মিলন মেলা।

‘এবি ব্যাংক চ্যানেল আই নজরুলমেলা’ উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হন সঙ্গীতজ্ঞ সুধীন দাস, নীলিমা দাস, খালিদ হোসেন, মোস্তফা জামান আব্বাসী, আসমা আব্বাসী, আজাদ রহমান, আবদুল মান্নান, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কবি আসাদ চৌধুরী, ফেরদৌস আরা, নাশিদ কামাল, শাহীন সামাদ, লীনা তাপসী খানসহ দেশের নজরুল চর্চ্চা ও সঙ্গীতের বিশিষ্টজনেরা।

এরপর চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু, এবি ব্যাংক লি.-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত, আই এফ আই সি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) আসিফ ইকবাল বিশিষ্টজনদের নিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘গত ১৬ বছর ধরে নজরুল জন্মদিবসে চ্যানেল আই তিনদিন ব্যাপি অনুষ্ঠান প্রচার করে আসছে। এ মেলার মাধ্যমে আমাদের দ্রোহের কবি ও প্রেমের কবি নজরুলের কর্মকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই।’

এরপর ফেরদৌস আরার নেতৃত্বে সুরসপ্তকের শিল্পীরা সমবেতকন্ঠে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

মেলায় আই এফ আই সি ব্যাংক-এর পৃষ্ঠপোষকতায় আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক নজরুল গবেষণা সংগঠন ‘তরঙ্গ অফ ক্যালফোর্নিয়া’কে। সম্মাননা গ্রহণ করে খালিদ হোসেন বলেন, ‘নজরুলের গানের ভান্ডার সমুদ্রের মতো। সেখান থেকে আমি কিছু গান করেছি। আমৃত্যু আমি নজরুলের গান করবো। চ্যানেল আইকে ধন্যবাদ আমাকে স্মরণ রাখার জন্য।’

‘তরঙ্গ অফ ক্যালফোর্নিয়া’র পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের সচিব ও আন্তর্জাতিক সমন্বয়ক মোয়াজ্জেম হোসাইন চৌধুরী। তিনি বলেন, ‘এ সম্মাননা শুধু ‘তরঙ্গ অফ ক্যালফোর্নিয়া’র নয়। এ সম্মাননা সেখানে অবস্থানরত পঞ্চাশ হাজার বাংলা ভাষীর। এ সম্মাননা আমাদের সংগঠনের কাজের গতিকে আরো ব্যাপকভাবে উৎসাহিত করবে।’

তাদের হাতে সম্মাননা তুলে দেন- সুধীন দাস, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু। সম্মাণনা প্রদান সময়ে উপস্থিত ছিলেন আজাদ রহমান, ফেরদৌস আরা, শাহীন সামাদ, নাশিদ কামাল, শাহ আলম সারোয়ার, আসিফ ইকবাল প্রমুখ।

এছাড়াও মেলায় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার অডিও সিডি এবি ব্যাংক নিবেদিত ‘নজরুল সমগ্র-৩’ এবং ফ্রেশ নিবেদিত ‘নজরুল সমগ্র-৪’ এর মোড়ক উন্মোচন করা হয়। সিডি দু’টি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন লি.।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।