নাহিদ মেহেদীর গানে সাফা-সিয়ামের প্রথম জুটি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৫ জুলাই ২০১৭

সময়ের জনপ্রিয় দুই তারকা সাফা কবির ও সিয়াম আহমেদ। দুজনে একসঙ্গে অনেক নাটক-টেলিছবিতে কাজ করেছেন। তবে জুটি হয়ে কাজ করা হয়নি। অবশেষে তারা জুটি বাঁধলেন। এবং সেটি একটি গানের মিউজিক ভিডিওতে। সম্প্রতি নির্মিত হয়েছে ‘মিথ্যে গল্প’ শিরোনামে গানের গল্পনির্ভর মিউজিক ভিডিও। এতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী।

‘মিথ্যে গল্প’র কথা, সুর আর কম্পোজিশন করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী আর ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসংঙ্গে সাফা বলেন, ‘ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ ছিলো না আমার। তাই অসংখ্য অফারের পরেও এ পর্যন্ত করা হয়নি। তবে নাহিদ মেহেদী ভাই যখন তার গান ‘মিথ্যে গল্প’ গানটি শোনান, এবং ভিডিওটি নির্মাণের গল্প বলেন তখন একটু আলাদা কনসেপ্ট মনে হলো। তাই কাজটি করতে সম্মত হয়েছি। তাছাড়া সঙ্গে সিয়ামও ছিলো।’

এদিকে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘কখনো কখনো একটা নাটক, শর্টফিল্মের চাইতেও মিউজিক্যাল ভিডিওতে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দর্শকের হৃদয়গ্রাহী একটা গল্প দিয়ে অনেক কিছু বুঝানো যায়। এই ভিডিওটিও তেমনি। ভালো লাগবে দর্শকের সেই প্রত্যাশা আমার।’

‘মিথ্যে গল্প’ গানের শিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘নতুন কিছু উপহার দেয়ার প্রত্যাশা নিয়ে ‘মিথ্যে গল্প’র ভিডিও নির্মাণ করেছি। গানের সঙ্গে এর ভিডিওতে দৃশ্যগুলোতে যে আবেগ তা শ্রোতাদের ছুঁয়ে যাবে বলে আশা রাখি। নির্মাতা শাহরিয়ার পলক তার টিম নিয়ে যেভাবে হোমওয়ার্ক করে ভিডিওটি তৈরি করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।’

ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক জানান, গাজীপুর আর ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই শেষ হয়েছে ‘মিথ্যে গল্প’ এর শুটিং। সিনেমাটোগ্রাফিতে ছিলেন চিত্রগ্রাহক রাজু রাজ।

‘মিথ্যে গল্প’ গানটির অডিও এবং ভিডিও প্রকাশ পাচ্ছে সিএমভি’র ব্যানারে। সিএমভির প্রধান নির্বাহী এস কে সাহেদ আলী জানান, ২৭ জুলাই সন্ধ্যায় ‘মিথ্যে গল্প’ মিউজিক্যাল ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাচ্ছে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। এর আগে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই পাওয়া যাবে নাহিদ মেহেদীর ‘মিথ্যে গল্প’ গানটির সকল আপডেট।

উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারেই শিল্পী নাহিদ মেহেদীর ‘হারালো অজানায়’ শীর্ষক একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ পেয়েছিলো, যা দর্শক, শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়। জিপি-মিউজিক অ্যাপ প্ল্যাটফর্মে মুক্তির এক সপ্তাহেই ‘হারালো অজানায়’ উঠে এসেছিল টপ চার্টে। পরবর্তীতে একই প্ল্যাটফর্মে তা উঠে আসে এক নম্বরে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।