গাজীপুরে গণপিটুনিতে গরু চোর নিহত


প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৪ মে ২০১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (৩৪) নিহত হয়েছেন। রোববার ভোর রাতে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, শনিবার রাত আড়াইটার দিকে স্থানীয় রানা আহমেদের গোয়াল ঘরের তালা ভেঙে তিন চোর গরু চুরি করতে যায়। রানা টের পেয়ে তাদের ধাওয়া করতে যায়। এসময় চোরেরা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী এসে ওই চোরকে ধরে গণপিটুনি দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রোববার সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুই চোর পালিয়ে যায়।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।