মৌসুমীকে বয়স্ক বলায় মিশার ওপর চটেছেন ওমর সানি


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৯ জুলাই ২০১৭

খল অভিনেতা মিশা সওদাগর ঢাকাই ছবির প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক বলেছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সম্বোধন করে মৌসুমীকে নিয়ে কথা বলেন তিনি।

পরে অবশ্য মিশা জানিয়েছেন যে, তিনি মৌসুমীকে সম্মান জানিয়েই সিনিয়র বলতে গিয়ে এই সম্বোধন করেছেন। তবে তার এই ব্যাখ্যাকে যৌক্তিক মনে করেননি মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। স্ত্রীকে বয়স্ক বলায় মিশার ওপর চটেছেন তিনি।

আজ রোববার (৯ জুলাই) বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে মিশার ওপর ক্ষোভ ঝেড়ে ওমর সানি বলেন, ‌‘মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছ, এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয়, তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা শাবানা আপার কথা নাইবা বললাম। এই তোমার মানসিকতা?’

তিনি আরও বলেন, ‘আমি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেবকে বলেছিলাম, মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন, মিশা আবার কে? আমি বলেছিলাম, একটা ছেলে আছে, ওকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কি অবস্থান ছিল মিশা? দশ হাজার টাকার আর্টিস্ট ছিলে না। আর তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি (মিশা) বলেছ, তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত দুই বছরে ‘লাভ ম্যারেজ’ ছাড়া কি হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা? শাকিব ছাড়া তুমি তো জিরো। তুমি আমাকে বেকার বলেছ, গত তিন বছরে আমার কতগুলো ছবি রিলিজ হয়েছে?’

শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের কিংবদন্তি, চলচ্চিত্রের আশীর্বাদ রাজ্জাক আংকেলকে নিয়ে যখন কথা হলো, সবাই চুপ। আলমগীর সাহেব ফিল্ম বোঝেন না, তখনও সমিতি চুপ। চিকন আলী নামের একজন কমেডি অভিনেতা আছে, তাকে বেদড়ক মারা হলো, সেখানেও শিল্পী সমিতি চুপ।

এছাড়া যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘আমি যৌথ প্রযোজনার বিপক্ষে না। আমিও চাই যৌথ প্রযোজনার ছবি হোক। তবে সেটা নিয়মমাফিক হোক।’

প্রসঙ্গত, কয়েক মাস আগেও দারুণ বন্ধুত্ব ছিল ওমর সানি ও মিশা সওদাগরের মধ্যে। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল বেশ মজবুত। একে অপরের বাসায় নিয়মিতই যাতায়াত করতেন। চলচ্চিত্রের অনেক আন্দোলনেও তারা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু গেল ৫ মে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে। এবারের নির্বাচনে তারা একে অপরের মুখোমুখি হন সভাপতি হিসেবে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।