হাসপাতালে অপর্ণা সেন


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

অভিনেত্রী অপর্ণা সেন হাসপাতালে৷ গত বৃহস্পতিবার থেকে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের বেসরকারি এক হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, অভিনেত্রী গ্যাসট্রাইটিসের সমস্যায় আক্রান্ত৷ তবে, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তাকে এখন কেবিনে রাখা হয়েছে৷ চিকিৎসক রাজীব শীলের অধীনে চিকিৎসা চলছে অভিনেত্রীর৷

অপর্ণা সেনের শারীরিক অবস্থার বিষয়ে ওই চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রী এখন ভালো রয়েছেন৷ তবে, কবে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি৷ এ দিকে, অভিনেত্রী-পরিচালক তথা সাংবাদিক অপর্ণা সেনের অসুস্থতার খবরে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা৷ সারদা গোষ্ঠী পরিচালিত একটি পাক্ষিক পত্রিকায় তিনি সম্পাদকের দায়িত্বে ছিলেন৷ সারদা-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই অপর্ণা সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷

সিঙ্গুরকাণ্ডের পরবর্তী সময়ে এবং নন্দীগ্রাম পর্বে এ রাজ্যের তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন এই অভিনেত্রীও৷ লালগড়ের আন্দোলনরতদের সঙ্গে দেখা করতে, সুশীল সমাজের এক প্রতিনিধি দলের সঙ্গেও তিনি সেখানে গিয়েছিলেন৷ যদিও, এ রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে সেই সময় শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী মহলের যারা বাম সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন এবং পরে তাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় বিভিন্ন পদে আসীন হয়েছিলেন, অপর্ণা সেন সেই অংশের মধ্যে পড়েন না বলেই অনেকে মনে করেন৷ যে কারণে, বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় তাকে প্রতিবাদী হতেও দেখা গিয়েছে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।