মডেল সনিকা হত্যা মামলায় বিক্রম গ্রেফতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৭ জুলাই ২০১৭

মডেল দুনিয়ার পরিচিত মুখ সনিকা সিং মৃত্যুকাণ্ডে গ্রেফতার করা হয়েছে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। বৃহস্পতিবার রাতে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রমকে নিজেদের হেফাজতে চাইতে আদালতে আবেদন জানাবে পুলিস। সেই রাতে কীভাবে ঘটনাটি ঘটে? কীভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন? কীভাবে সনিকার মৃত্যু হল? এ সব বিষয়ে প্রশ্ন করা হবে।

সনিকার মৃত্যুর পর বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এর `এ` ধারায় মামলা দায়ের করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিক্রমের বয়ানে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখার পর বেশ কিছু সূত্র পায় পুলিশ। আদালতেও ৪ জন গোপন জবানবন্দি দেয়। পুলিশও কয়েকজনের বয়ান নথিবদ্ধ করে। এরপরই পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল কলকাতায় সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এ সময় মৃত্যু হয় বিক্রমের পাশের সিটে বসে থাকা মডেল ও অভিনেত্রী সনিকা সিংহ চৌহান। দুর্ঘটনায় বিক্রমের গাড়ি গুড়িয়ে যায়।এই ঘটনায় বিক্রমের বিরুদ্ধে মামলা হয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।