যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে বাপ্পী-পরীমনির ‘কত স্বপ্ন কত আশা’


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৪ জুলাই ২০১৭

যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে বাপ্পী-পরীমনির অভিনীত ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন এই ছবির পরিচালক ওয়াকিল আহমেদ।

তিনি বলেন, ‘‘আগামী ৭ জুলাই লন্ডনের ইস্টহামে, এরপর ৯ জুলাই উঠবে পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলের জেনেসিস সিনেমাহলে ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি মুক্তি পাচ্ছে।’’

ওয়াকিল আহমেদ বলেন, ‘‘ছবির প্রযোজক ওয়াহেদ রহমানের তত্ত্বাবধানে লন্ডনে প্রাথমিকভাবে দু’টি হলে মুক্তি দেয়া হচ্ছে। আগামীতে আরও কিছু জায়গায় ‘কত স্বপ্ন কত আশা’ ছবির মুক্তির প্রক্রিয়া চলছে।’’

বাপ্পী বলেন, ‘‘আমি যখন খবরটি জেনেছি খুব খুশি হয়েছি। এটা শুধু আমার একার নয়, গোটা বাংলা চলচ্চিত্রের জন্য সুখবর। কারণ আমাদের দেশের, কালচারের ছবি লন্ডনের মানুষ সেখানকার হলে দেখবেন।’’

চলতি বছরের ১৩ জানুয়ারি দেশব্যাপী অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কত স্বপ্ন কত আশা ছবিটি। বাপ্পি-পরী ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।

‘‘হিন্দু মেয়েরা সমাজের বিভিন্ন দিক থেকে নির্যাতিত হয়। যেটা হরহামেশাই ঘটছে। কিন্তু আমরা দেখেও চুপ করে থাকি। এমন একটি মেয়েকে বিভিন্নভাবে সাহায্য করে ছবির নায়ক। একসময় তাদের মধ্যে প্রেম হয়। তখন তারা জানতে পারে একজন হিন্দু, আরেকজন মুসলমান। এভাবেই এগিয়ে যায় ‘কত স্বপ্ন কত আশা’ ছবির গল্প।’’

এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।