গ্রেফতার হওয়া নিয়ে মুখ খুললেন আদনান বাবু
প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনায় সঙ্গীতশিল্পী আদনান বাবুকে সম্প্রতি গ্রেফতার করে দুর্নীতি দম কমিশন (দুদক)। তবে কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যান এ গায়ক।
জানা যায়, চলতি বছরের ২ এপ্রিল মিথ্যে পরিচয় দিয়ে স্কুল শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে আদনান বাবুকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর প্রায় সপ্তাহখানেক পর তার গ্রেফতারের সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ সম্পর্কে সম্প্রতি নিজের অবস্থান তুলে ধরেছেন আদনান বাবু।
আদনান বাবু বলেন, ‘আমার এক দূর সম্পর্কিত আত্মীয় মোবারক হেসেনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান (এম এইচ ইন্টারন্যাশনাল) রয়েছে, যেটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং সংস্কার কাজের সঙ্গে জড়িত। সম্প্রতি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তাগণ উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানে হাজির হন এবং ঐ সময়ে আমি সেখানে উপস্থিত থাকার কারণে আমাকেসহ তারা সকলকে আটক করেন।
প্রকৃতপক্ষে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ভবন নির্মাণ সম্পৃক্ত কোন কাজের বিষয়ে আমার আদৌ কোন সম্পর্ক নাই। এ বিষয়ে আমি ইতিমধ্যে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার মানহানি এবং ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ লক্ষ টাকা প্রদানের জন্য মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’
আদনান বাবু আরো জানান, মামলার জন্য তার উকিল প্রয়োজনীয় কাগজ-পত্র তৈরি করছেন। খুব শীঘ্রই মামলার দায়ের করা হবে।
উল্লেখ্য, সংগীতাঙ্গনের দুই যুগে আদনান বাবুর ৯টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালে প্রকাশিত ‘রং নাম্বার’ অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘রং নাম্বার টেলিফোনে, নাম না জানা কে বললো হ্যালো’-এই গানটির মাধ্যমে শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিলেন আদনান বাবু। মূলত এই একটি গানই আদনান বাবুকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তার আরো জনপ্রিয় কিছু গান হলো- ও পরানের পাখিরে দিলি তুই ফাঁকিরে/ শূন্য করলি খাঁচাটা, মৌচাক মার্কেটে হলো দেখা/ নিউমার্কেটে হলো পরিচয়` প্রভৃতি।
ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্যের জন্য সঙ্গীতে খুব বেশি একটা সময় দিতে না পারলেও নিয়মিতই বিভিন্ন ভাবে যুক্ত রয়েছেন সংগীতাঙ্গনের সঙ্গে।
টেলিভিশনের বিভিন্ন লাইভ শো’র পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ দিন ধরে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িত রয়েছেন আদনান বাবু। বর্তমানে আদনান বাবু একটি দ্বৈত গানের অ্যালবামের কাজে সময় দিচ্ছেন। এই অ্যালবামটির সুর ও সঙ্গীত করছেন খায়েম আহমেদ। চলতি বছরই অ্যালবামটি প্রকাশ হবে বলে আদনান বাবু জানিয়েছেন।
এলএ