অর্থ সংকটের কবলে মুম্বাই ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

প্রতিবারের মতো এবারেও মুম্বাইতে শুরু হবে ১৬ তম মুম্বাই ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল৷ অক্টোবরের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব৷ এবছর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে মুম্বাই ফিল্ম ফেস্ট৷ শেষ পাঁচ বছর রিলায়েন্সের সঙ্গে জোট ছিল মুম্বাই ফিল্ম ফেস্টের৷ অনুষ্ঠানের সংগঠক মুম্বাই একাডেমি অফ মুভিং ইমেজ(এম এ এম আই) বিভিন্ন সোস্যাল নেটওয়ারর্কিং সাইটে সিনে প্রেমিদের থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন৷ ১৫ বছরের এই ঐতিহ্যকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ৷

শনিবার থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেনিং৷ মুাম্বই ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টের জন্য প্রয়োজন  ৫ কোটি টাকা৷ এর মধ্যে এই কয়েকদিনে এম এফ এফ-র ঝুলিতে এসেছে ২ কোটির কাছাকাছি৷ মুাম্বই ফিল্ম ফেস্টের ডিরেক্টর শ্রীনিভাসন নারায়ণ জানিয়েছেন সংকট মানুষকে আরো বেশী আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে৷ ৫ কোটির মধ্যে সাড়ে চার কোটির ব্যবস্থা না হলে অসুবিধার কথা বলেছেন তিনি৷

খোদ সিনে মহল থেকে সাহায্যের পরিমাপ নিয়ে শ্রীনিভাসনকে প্রশ্ন করলে তিনি জানান সকলের উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং থাকবে সে ব্যাপারে তিনি নিশ্চিত৷ আমেরিকা থেকে পরিচালক অনুরাগ কাশ্যপ এই ঐতিহ্য রক্ষা করতে তাঁকেও পাশে পাওয়ার আশ্বাস দিয়েছেন৷ এছাড়াও সাহায্যের হাত বাড়িয়েছেন ‘সিনেস্তান ফিল্ম’ সংস্থা সহ প্রোডিউসার  মণিশ মুন্দ্রা, ভিদু বিনোদ চোপড়া, রাজকুমার হিরাণী,হানসাল মেহেতা প্রমুখ৷ যতদূর জানা গেছে ‘সিনেস্তান ফিল্ম’-র অনুদান ৬০ লাখ৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।