একুশে টিভিতে মাজনুন মিজান-মমর ‘আততায়ী’


প্রকাশিত: ১০:১১ এএম, ২৯ জুন ২০১৭

ঈদুল ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে এসেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনে প্রতিদিনই থাকছে একটি করে টেলিফিল্ম। এরই ধারাবাহিকতায় পঞ্চমদিন (শুক্রবার) বেলা ১১টায় প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘আততায়ী’।

মাহমুদ দিদারের রাচনা এবং পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও লাক্সতারকা জাকিয়া বারি মম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, লিয়ন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, “থ্রিলার গল্প নিয়ে ‘আততায়ী’ টেলিফিল্মটি নির্মিত হয়েছে। আমাদের বেশিরভাগ টেলিফিল্ম রোমান্টিক গল্পনির্ভর। সেদিক থেকে ‘আততায়ী’ একেবারেই ব্যতিক্রম। গল্পের মধ্যে অনেক উত্তেজনা পাবেন দর্শক। আমার বিশ্বাস দর্শকদের কাছে কাজটি ভালো লাগবে।”

নির্মাতা মাহমুদ দিদার বলেন, এবারের ঈদে আমি চারটি ফিকশন নির্মাণ করেছি। তার মধ্যে ‘আততায়ী’ অন্যতম। কাজটি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

এনই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।