আজ প্রচারিত হবে সজল-শিমুর ‘অভ্রলিকা’


প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৯ জুন ২০১৭

অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী সুমাইয়া শিমু জুটিবেঁধে ‘অভ্রলিকা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। যেটি রচনা করেছেন কিঙ্কর আহসান এবং পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা।

দুই জনপ্রিয় তারকা অভিনীত বিশেষ এই নাটকটি আজ (বৃহস্পতিবার, ঈদের চতুর্থদিন) রাত ১১টায় ‘জিটিভি’-তে প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে, শিমু একজন চাকরিজীবী নারী। স্বামীর সঙ্গে নানা কারণে তার বনিবনা হয় না। তাই একটা সময় ছাড়াছাড়ি হয়ে যায়। শিমু যে অফিসে চাকরি করেন সেখানে যুক্তরাষ্ট্র-ফেরত সজল চাকরি নেন। নানা ঘটনার মধ্য দিয়ে সজল-শিমু দুজনেই অদৃশ্য এক মায়ায় জড়িয়ে পড়েন।

একটা সময় সজলের মা জানতে পারেন তার ছেলে একটা বিবাহ বিচ্ছেদ হওয়া মেয়েকে (শিমু) পছন্দ করে। এটা কিছুতেই মেনে নিতে পারেন না সজলের মা। অন্যদিকে, সজলও নাছোড়বান্দা! শিমুকে তিনি ভালোবেসে ফেলেছেন। এর পরের গল্প আরও জমজমাট।

সজল-শিমু দু’জনেই ‘অভ্রলিকা’ নাটকটি সকলকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন। নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন করভী মিজান, শান্তা জাহান, জিয়া উদ্দিন কিসলু, শাকিল, সোনিয়া জাহান প্রমুখ।

এনই/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।