অপহৃত নারীদের গণধর্ষণ
নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত প্রায় শতাধিক নারী ও শিশুদের গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের আগে জঙ্গিরা ওই নারীদের চরম নির্যাতন করে। পরে তাদের একাধিকবার ধর্ষণ করা হয়।
হামসাতু (২৫) নামের এক নারী বলেন, আমি ৪ মাসের গর্ভবতী। আমার গর্ভের বাচ্চার বাবা বোকো হারামের কোন এক জঙ্গি যোদ্ধা। কিন্তু আমি জানিনা আমার সন্তানের বাবা কে। কারণ আমাকেও অনেক বার ধর্ষণ করা হয়েছিল।
ওই নারী আরো বলেন, মূলত তারা পুরুষদের কাছ থেকে এলাকার নিয়ন্ত্রণ নিতেই নারীদের অপহরণ করছে। আর এই অপহরণটা করছে মূলত বিয়ের প্রলোভন দেখিয়ে।
অন্যে এক খবরে জানা যায়, জঙ্গিদের মূল উদ্দেশ্য আসলে অপহৃতদের ধর্ষণ করা নয়। তারা মনে করছে ধর্ষণের স্বীকার হয়ে যে নারীরা জঙ্গিদের সন্তান গর্ভে ধারণ করছে, তারা তাদের সমর্থন দেবে। শুধু তাই নয়, তারা এটাও ভাবছে যে ওই সন্তানগুলো জন্মগ্রহণের পর তারা সয়ংক্রিয়ভাবে বোকো হারামে যোগ দেবে। আর তখন বোকো হারাম এই অঞ্চলে এমনই শক্তিশালী গোষ্ঠিতে পরিণত হবে, যে তাদের আর কেউ ধ্বংস করতে পারবে না।
সম্প্রতি বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তাদের আধিপত্য ছড়িয়ে দিতে নানা কৌশল নিচ্ছে। আর তাদের সর্বশেষ যুদ্ধ কৌশল হচ্ছে ধর্ষণ।
জেআর/এএইচ/পিআর