নবাব ও বস টু মুক্তির দাবিতে জাজের আয়োজনে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২১ জুন ২০১৭

যৌথ প্রযোজনায় অনিয়মের অভিযোগে ‘নবাব’ এবং ‘বস টু’ ছবি দুটির মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাই আগামী ঈদে ছবি দুটি মুক্তির দাবিতে বুধবার দুপুর ১২ টায় রাজধানীরর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ডাকে ‘নবাব’ এবং ‘বস ২’ ছবির বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীরা। ছিলেন পরিবেশক, প্রদর্শক, বুকিং এজেন্ট জোটের একাংশের নেতাকর্মীরাও।

মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ারর কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘সিনেমা হল বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে। তাই সিনেমা হল বাঁচাতে ‘নবাব’ ও ‘বস টু’র মত উন্নতমানের সিনেমার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘৪ লাখ মানুষ এই চলচ্চিত্রের সাথে জড়িত। তাদের ভালো রাখতে হলে ঈদে ‘নবাব’ ও ‘বস টু’ ছবির মুক্তি দিতেই হবে। আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে নেমেছি।’

মানববন্ধনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা কর্মীরা বলেন, ‘বস্তা পচা ছবি নির্মাণ বন্ধ করো। ভালো ছবি নির্মাণ করো। দর্শকদের হলে ফিরিয়ে আনো।’

চম্পাকলি সিনেমা হলের কর্মীরা জানান, ‘চলচ্চিত্রের ব্যবসা সচল করতে হলে ‘নবাব’ ও ‘বস টু’র মত উন্নতমানের ছবি হলে চাই।’

এসময় চিত্রনায়ক রোশান বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার ছবি চলে, অন্যদের ছবি চলে না। তাই তারা চায় না জাজের ছবি চলুক। দর্শক ভালো ছবি দেখতে চায়। নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবুন।’

প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘হল বাঁচাতে হলে ভালো ছবির উপায় নেই। ১২০০ হল থেকে এখন ২৫০ হল সারাদেশে। আগামী ঈদে ‘নবাব’ এবং ‘বস ২’ ছবির মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।