অসুস্থ শাকিব ল্যাব এইডে


প্রকাশিত: ০৭:০৪ এএম, ১৮ মে ২০১৫

ঢালিউড কিং খান এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান অসুস্থ হয়ে ল্যাব এইড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দু’দিন আগে হঠাৎ শারীরিকভাবে অস্বস্তি অনুভব করেন এই নায়ক। পরে ঘনিষ্ঠজনদের পরামর্শে তিনি রাজধানীর ল্যাব এইডে যান। ল্যাব এইডের চিকিৎসক ডা. সলিমুর রহমানের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে।

ঘনিষ্ঠ সূত্র আরো নিশ্চিত করেছে, বর্তমানে বাসায় বিশ্রামে আছেন শাকিব। তবে উন্নত চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যেই তিনি সিঙ্গাপুরে যাবেন। অবশ্য সপ্তাহখানেক আগেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন বলে সময় ঠিক করে রেখেছিলেন তিনি।

এদিকে দুদিন আগে হঠাৎ অসুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। ফলে বাতিল হয়ে গেছে শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিংসহ অন্যান্য আনুষঙ্গিক সব কাজ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।