গ্রামীনফোনের মিউজিক প্ল্যাটফর্মে আইয়ুব বাচ্চু
টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান গ্রামীণফোন গানের উন্নয়নে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। সেটি হচ্ছে ‘মিউজিক প্ল্যাটফর্ম’ নামে গানের সংগ্রহশালা গড়ে তোলা।
এ মিউজিক প্ল্যাটফর্ম থেকে শ্রোতারা পছন্দমতো গান ডাউনলোড করে শুনতে পারবেন। আগামী জুন মাস থেকেই এই প্রজেক্ট বাস্তবায়ন করবে গ্রামীনফোন। জানা গেছে, এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে লিজেন্ড ব্যান্ড দল এলআরবি প্রধান আইয়ুব বাচ্চুর নতুন অ্যালবাম।
জানা গেছে, মাত্র ৫ টাকার বিনিময়ে এখান থেকে একটি গান ডাউনলোড করতে পারবেন শ্রোতারা। একটি আইপি অ্যাড্রেস থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করা যাবে। এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মাধ্যম অনলাইন ও মুঠোফোনে গান প্রকাশের সিদ্ধান্ত নিচ্ছেন অনেক শিল্পী। আর সবসময়ই তারুণ্যে উদ্দীপ্ত আইয়ূব বাচ্চু হাঁটলেন সে পথেই।
গ্রামীনফোন সূত্রে আরো জানা গেছে, আইয়ুব বাচ্চুর পাশাপাশি শাফিন আহমেদ, মিলা ও আর্টসেল ব্যান্ডের একক অ্যালবাম প্রকাশ করবে ‘মিউজিক প্ল্যাটফর্ম’। প্রতি মাসেই যোগ হতে থাকবে নতুন ও পুরনো গান।
এলএ