বস-২ ও নবাব মুক্তি নিয়ে অপচেষ্টা, ব্যবস্থা নেয়ার দাবি


প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৬ জুন ২০১৭

আসন্ন ঈদুল ফিতরে বস-২ এবং নবাব ছবি যেন মুক্তি না হয়, একটি মহল এমনই অপচেষ্টা চালাচ্ছে দাবি করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। সেইসঙ্গে এই ঈদে বস-২ ও নবাবসহ অন্যান্য চলচ্চিত্র মুক্তি নিশ্চিত করার লক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব প্রশাসনকে অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৪ জুন) ঢাকা ক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আয়োজনে এক ইফতার পার্টি হয়। ইফতার পার্টির পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রদর্শক ও বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সদস্যরা একটি জরুরি সভায় মিলিত হন। ওই সভায় এই দাবি জানানো হয়।
 
2017Mayএছাড়া প্রযোজকদের স্বার্থ রক্ষা এবং বাণিজ্যিক চলচ্চিত্রের সংকটে সিনেমা হল বন্ধ হওয়ার হাত থেকে বাঁচানোর লক্ষ্যে সবাই এক সঙ্গে যে কোনো অপচেষ্টা মোকাবেলা ও প্রতিরোধ প্রতিবাদে সোচ্চার থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।

সভায় চলচ্চিত্র পরিচারক কাজী হায়াৎ, চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী, নাসিরউদ্দিন দিলু, মো. হোসেন, ইকবাল হোসেন জয়, ইফতেখার উদ্দিন নওশাদ, আব্দুল আজিজ, নাদের চৌধুরী, মোহাম্মেদ আলিমুল্লাহ, কামাল কিবরিয়া লিপু, জাহিদ হোসেন, জাকির হোসেন রাজু, আব্দুল্লাহ জহির বাবু, সৈকত নাসির,  হিমেল,  কামাল, অজিত নন্দী, বিপ্লব শরীফ, শহিদুল ইসলাম মাষ্টার, লিটুল জাহান, সাইদা কলিম, নীপা,  জাকির হোসেন, গাজী মাহবুব,  এইচ ডি রুবেল,  হায়দার আলীসহ আরও শতাধিক চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।