রাজনীতি হিট হলে ভক্তদের নিয়ে পার্টি দেব : অপু বিশ্বাস


প্রকাশিত: ১১:২০ এএম, ১৪ জুন ২০১৭

‘আমি হলাম ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ‘দিদি’। বলা যায় দিদি নম্বর ওয়ান। এমনকি শ্বশুরবাড়ির অধিকাংশ লোকেরাও ‘দিদি’ বলে ডাকে আমাকে। শাকিবের একজন ক্লোজ মানুষ আছে তার নাম মনির (শাকিবের চাচাত ভাই), সে আমাকে ভাবি বলে না ডেকে ‘দিদি’ বলে ডাকে। এছাড়া আমার অন্য দেবররাও দিদি বলে ডাকে। আমি এই সম্বোধন বেশ এনজয় করি।”

বুধবার (১৪ জুন) বিকেলে অপুর ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন ঢালিউডের এই নায়িকা। এ সময় অপু আরও বলেন, ‘ভাবি নামে আমাকে খুব কম মানুষই ডাকেন।’ তিনি বলেন, ‘আমি এখন মুসলিম। নিয়মিতই নামাজ পড়ি, রোজা রাখি। তবে কেউ আমাকে রোজা রাখা ও নামাজ শেখায়নি। আমি নিজেই বই পড়ে পড়ে শিখেছি।’

ফেসবুক লাইভে এসে আবারও চলচ্চিত্রে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে অপু বলেন, ‘আমার স্বামী-সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার কাছে আরও একটি পরিবার। তাই একটি পরিবার ছেড়ে অন্য পরিবার নিয়ে আমি থাকতে পারব না। অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরব।’

মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি ‘রাজনীতি’ প্রচারণায়। লাইভে তার সঙ্গী ছিল ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস। ‘রাজনীতি’ ছবিটি হিট হলে দর্শকদের সঙ্গে গেট টুগেদার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অপু।

তিনি বলেন, ‘রাজনীতি হিট করানোর দায়িত্ব দর্শকের। ছবিটি যদি হিট হয় তবে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব। তাদের নিয়ে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করব।’ 

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতি দিয়ে আগামী ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে। এটি হতে যাচ্ছে অপু অভিনীত ৬৮তম চলচ্চিত্র। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, সাবেরি আলম, ডি জে সোহেল, চিকন আলী প্রমুখ।  

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।