সাত বছর বয়সে প্রথম রোজা রাখি : মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৪ জুন ২০১৭
ছবি : মাহবুব আলম

চলছে পবিত্র রমজান মাস। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন রোজা রাখার। মুসলিম তারকারা এর ব্যতিক্রম নন। তারাও শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি রোজা পালনের চেষ্টা করেন। ছোটবেলায় প্রথম রোজা রাখা নিয়ে অনেক তারকারই রয়েছে মধুর স্মৃতি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিও তেমনটাই করেন। সুদূর লন্ডন থেকে ফেসবুকে জাগো নিউজের পাঠকদের জন্য রমজানের ১৮তম দিনে ঢাকাই ছবির এই ‘অগ্নিকন্যা’ জানালেন তার প্রথম রোজা রাখা ও  শৈশবে রোজা রাখার অভিজ্ঞতা-

মাহি বলেন, ‘সাত বছর বয়সে প্রথম রোজা রাখি। আর আমি ছোটবেলা থেকেই রোজা রাখি। প্রথম রোজা যখন রেখেছিলাম তখন পরিবারের সবাই নিষেধ করেছিল। কারণ তখন এতই ছোট ছিলাম যে সারা দিন না খেয়ে থাকলে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ভয় ছিল। কিন্তু  স্রষ্ঠার অশেষ কৃপায় কিছুই হয়নি আমার। কিছুটা কষ্ট হয়েছিলো অবশ্য। সামনে কত কিছু পেয়েছি অথচ কিছু খাইনি। আর আমার শৈশবে রোজা আসত শীতকালে। সেহেরি খেতে উঠতে খুব আলসেমি লাগতো।’

তিনি আরও বলেন, ‘এখন রোজায় শুটিং থাকে। সময় কিভাবে চলে যায় টেরই পাই না। এর মধ্যেই যথাসম্ভব রোজা পালনের চেষ্টা করি। এবার কয়েকটি রোজা রাখতে পারিনি। কারণ কিছুদিন আগে সিড়ি থেকে পড়ে হাতে চোট পেয়েছি। চিকিৎসা নিতে হচ্ছে। তবে বাকি রোজাগুলো রাখার চেষ্টা করছি।’

মাহি এখন রয়েছেন লন্ডনে। সেখানে যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুই শুধু আমার’ ছবির শুটিং করছেন। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার দুই নায়ক সোহম, ওম এবং বাংলাদেশ থেকে আমান রেজা। এছাড়া মাহির হাতে রয়েছে ‌‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘হারজিৎ’, ‘পবিত্র ভালোবাসা’, ‘মনে রেখো’ শিরোনামের ছবিগুলো।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।