৩ হাজার টয়লেট পুন:নির্মাণ করবেন সালমান খান


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১২ জুন ২০১৭

বলিউড তারকা সালমান খান রুপালি পর্দার বাইরেও নানান সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। তারই ধারাবাহিকতায় মুম্বাই সিটি কর্পোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন গত বছর। সেই সুবাদেই মুম্বাইয়ের খোলা রাস্তায় মলত্যাগ ঠেকাতে উদ্যোগ নিচ্ছেন বলিউডের এই ভাইজান।

জানা যায়, শুক্রবার মুম্বাইয়ের অ্যারে কলোনি পরিদর্শনে যান সালমান খান। সেখানেই তিনি ঘোষণা দেন মুম্বাইয়ের ৩ হাজার পরিবারের টয়লেটগুলোকে পুন:নির্মাণে সহায়তা করবেন তিনি। শুধু তাই নয় টয়লেট নির্মাণের পাশাপাশি সেখানে নতুন করে পানির সংযোগও দেয়া হবে।

বাকি পরিবারের মধ্যে যাদের টয়লেট নেই কিন্তু টয়লেট নির্মাণের নিজস্ব স্থান আছে তাদের নতুন টয়লেট নির্মাণ করে দেয়া হবে। সিটি কর্পোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকেই খোলা আকাশের নিচে টয়লেট বন্ধে কাজ করে আসছিলেন সালমান। আশা করা যাচ্ছে তার এই উদ্যোগ লক্ষ পুরণে অনেকটাই সহায়তা করবে।

এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় আছে কবির খান পরিচালিত সালমান খানের নতুন ছবি ‌‘টিউবলাইট’। ছবিটিতে তার নায়িকা হিসেবে থাকছেন চীনা তারকা ঝুহু।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।