শুভশ্রীকে নিয়ে রোমান্সে যাবেন শাকিব খান


প্রকাশিত: ১১:২২ এএম, ১০ জুন ২০১৭

যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবির ‘ষোলআনা’ গানটি প্রকাশ হয়েছিল কিছুদিন আগে। প্রকাশের পর গানটি নিয়ে দুই বাংলায় বেশ মাতামাতি শুরু হয়েছিল। সেই রেশ না কাটতেই প্রকাশ হয়েছে নবাব ছবির আরেকটি গান।

ষোলোআনা গানটি ছিলো শাকিব-শুভশ্রীর ধামাকা ড্যান্স। কিন্তু নতুন প্রকাশ হওয়া এই গানে দেখা গেছে শাকিব-শুভশ্রীর রোমান্স।

বিজ্ঞাপন

গানের শিরোনাম ‘যাবো নিয়ে’। শনিবার (১০ জুন) নবাব ছবির দুদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। অঙ্কিত তিউয়ারি ও মধুরা ভট্টাচার্যের গাওয়া মেলোডি ঘরানার এই গানের তালে শাকিব-শুভশ্রীর নাচ ভালো লাগবে দর্শকদের এমনটাই প্রত্যাশা প্রযোজনা প্রতিষ্ঠানের। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ এই গানে নাচের নির্দেশনা দিয়েছেন।

Khan

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘যাবো নিয়ে’ গানটি লিখেছেন স্যাভি। সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। শাকিব-শুভশ্রী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মেঘলা, অমিত হাসান, সব্যসাচী, খরাজ মুখার্জি প্রমুখ।

আগামী রোজার ঈদে ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পাবার সম্ভাবনায় রয়েছে। জুলাইয়ে ছবিটি মুক্তি পাবে কলকাতায়।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।