বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৪ মে ২০১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বুধবার গভীর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে অন্তর মিয়া (২২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাত ৮টা দিকে ময়নাতদন্ত শেষে বিএসএফ বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট দিয়ে নিহত অন্তর মিয়ার লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।

বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার মোহন চন্দ্র রায় জাগো নিউজকে জানান, বিএসএফ নিহতের লাশ রাত ৮টার দিকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ভারতের কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের অধিকারিক লে. কর্নেল শ্রী সুরিয়া বকসীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিন্ধান্ত মতে লাশ বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ।

রবিউল হাসান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।