অনিয়মের যৌথ প্রযোজনা নিয়ে কঠোর অবস্থানে এফডিসি


প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৭ জুন ২০১৭

নিয়ম বর্হিভূত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলোর ক্ষেত্রে আর কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন চলচ্চিত্র সেন্সর প্রিভিউ কমিটির চেয়ারম্যান ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।

বুধবার (৭ জুন) চলচ্চিত্র ঐক্য জোট ও সেন্সর প্রিভিউ কমিটির মিটিং শেষে জাগো নিউজকে এমনটা জানান তিনি।

এফডিসির এই কর্মকর্তা বলেন, ‌‘এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলোতে কিছু গড়মিল থাকার পরও সেন্সর প্রিভিউ কমিটি সেটা ছাড় দিয়েছে। কিন্তু এখন আর কোনো ছাড় দেয়া হবে না।’

তপন কুমার বলেন, ‘গতকাল (মঙ্গলবার) যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস ২’ ছবিটি প্রিভিউ কমিটিতে প্রদর্শিত হয়েছিল। সেখানে আমরা চরম অনিয়ম লক্ষ করেছি। দুই দেশের শিল্পী টেকনিশিয়ানদের দিয়ে কাজ করানোর অনুপাত ঠিক নেই।’

আজ এই বিষয়ের ওপর প্রিভিউ কমিটি থেকে লিখিত প্রতিবেদন যাচ্ছে তথ্য মন্ত্রণালয়ে। প্রিভিউ কমিটি সঠিক বিষয়টি চিঠির মাধ্যমে মন্ত্রণালয়কে জানাচ্ছে। এরপর তথ্য মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।

এসময় প্রিভিউ কমিটির আরেক সদস্য নাসিরউদ্দিন দিলু জাগো নিউজকে বলেন, ‘দুই দেশের শিল্পী-টেকনিশিয়ানের অনুপাত যদি ৬৫ : ৩৫ হয়, তাহলে প্রিভিউ কমিটি সেটাকে বিশেষ বিবেচনায় ছাড় দেয়, কিন্তু ‘বস ২’ দেখে বোঝা গেছে শতকরা ৮০ ভাগই কলকাতার। এই অনিয়ম নিয়ে প্রিভিউ কমিটি পূর্ণ প্রতিবেদন পাঠাচ্ছে তথ্য মন্ত্রণালয়ে। পরবর্তী ব্যবস্থা তারা নেবে।’

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘জুন মাসের ১ তারিখে মন্ত্রণালয় থেকে ‘নবাব’ ছবির স্ক্রিপ্টের অনুমোদন এসেছে। ৫ তারিখ আবার চিঠি এসেছে প্রিভিউ করার জন্য। মানে ৫ দিনেই শুটিং শেষ! এসবই অনিয়ম।’

বুধবার ঐক্য জোটের এই মিটিংয়ে সেন্সর প্রিভিউ কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা ইফতেখার আহমেদ নওশাদ প্রমুখ।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।