ঈদে মুক্তির সম্ভাবনায় শাকিব-বুবলীর অহংকার


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৬ জুন ২০১৭

সেন্সর ছাড়পত্র পেল শাকিব-বুবলী অভিনীত অহংকার ছবিটি। ছবির নির্মাতা শাহাদৎ হোসেন লিটন জাগো নিউজকে জানান, ‘অহংকার’ আনকাট সেন্সর সনদ লাভ করেছে। তিনি বলেন, ‌‘গত ২৮ মে ‘অহংকার’ সেন্সর বোর্ডে জমা দেই। এরপর ১ জুন আনকাট সেন্সর সনদ লাভ করে।’

এর আগে বৈশাখে ‘অহংকার’ মুক্তির কথা থাকলেও কিছু জটিলতায় মুক্তি পায়নি। এরপর ঈদে মুক্তি পাবে শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পাবে কি না সেটা নিয়ে এখনও রয়েছে সংশয়। ছবির পরিচালক লিটন বলেন, ‘শুনছি ঈদে জাজ মাল্টিমিডিয়া থেকে ‘নবাব’ এবং ‘বস ২’ দুটি ছবি মুক্তি পাবে। যদি ছবি দুটি মুক্তি পায়, তবে তবে অহংকার মুক্তি দেবো না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাজ থেকে যে কোনো একটি ছবি আসলে ‘অহংকার’ মুক্তি দেব। কেননা, হল পাওয়ার একটি ব্যাপার রয়েছে এখানে। জাজের দুটি ছবি আসলে হল পাওয়া কঠিন হয়ে যাবে। তবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদের মাঝামাঝি সময়ে ‘অহংকার’ মুক্তি দেয়া হবে।’

‘অহংকার’ শাকিব-বুবলী জুটির তিন নম্বর ছবি। এছাড়া অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন  তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।