সেন্সর ছাড়পত্র পেল শাবনূরের ছবি পাগল মানুষ


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৫ জুন ২০১৭

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িক শাবনূর অভিনীত ‌শেষ ছবি ‘পাগল মানুষ’ ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে শনিবার। ২০১১ সালের জুনে ‘পাগল মানুষ’-এর শুটিং শুরু হয়। পরের বছর ২৯ ডিসেম্বর শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক এম এ মান্নান। বন্ধ হয়ে যায় ছবির শুটিং। পরে নির্মাতা বদিউল আলম খোকন হাল ধরে ছবির কাজ শেষ করেন।

নির্মাতা খোকন বলেন, ‘গেল শনিবার ছবিটি আনকাট সেন্সর ছড়পত্র লাভ করে। আগামী ঈদের পর ছবিটি মুক্তি দেয়া কথা ভাবছি।’

শাবনূরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন নায়ক শাহেন। ২০১১ সালের অক্টোবর মাসে ‘পাগল মানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হন শাবনূর। এর কিছু দিনের মধ্যেই শুটিং শুরু হয়। এটিই হবে শাবনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। এরপর আরও বেশ কিছু ছবিতে কাজ করার কথা শোনা গেলেও শাবনূরের দেখা মিলেনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে রয়েছেন স্বামী-সন্তানের সঙ্গে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।