আউটসোর্সিং বিষয়ে বিসিসির বিশেষ প্রশিক্ষণ


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৩ মে ২০১৫

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) শিক্ষার্থীদের অনলাইনে আয় নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আউটসোর্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিসিসির শিক্ষার্থীদের কম্পিউটার গ্রাফিক ডিজাইন এবং এসইওয়ের ওপর পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করবে। এ জন্য ইতোমধ্যেই ক্রিয়েটিভ আইটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

দুই প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বিসিসির সচিব মিজানুর রহমান এবং ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মনির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক এসএম শফিকুল ইসলাম, প্রোগ্রামার মো. গোলাম রাব্বানী, মোসাম্মৎ আকতার জাহান, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর তানভীর হোসেন তমালসহ প্রমুখ।

বিসিসির নির্বাহী পরিচালক এসএম শফিকুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে জানান, নতুন এ কোর্সের মাধ্যমে আমাদের দেশের বেকারত্ব দূর হবে। সমাজের স্বল্পশিক্ষিত যুবক এবং নারীরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন অনায়াসে যা বৈদেশিক অর্থ উপার্জনের ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ ঘটবে।

নূন্যতম এইচএসসি পাশ এবং বেসিক কম্পিউটার পরিচালনায় পারদর্শী যে কেউ এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে www.bcc.net ঠিকানায়। নিবন্ধনকৃত প্রার্থীদের নিয়ে আগামী ২৪ মে ক্রিয়েটিভ আইটির মিলনায়তনে অনুষ্ঠিত হবে একটি সেমিনার।

সেমিনারে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং কোন বিষয়ে কার জন্য দ্রুত আয় করা সম্ভব সেই বিষয়ে অবহিত করা হবে। অনুষ্ঠানের মাধ্যমে আগ্রহী সকলকে এ সুযোগ গ্রহণের উদ্দেশে নিবন্ধন করতে আহ্বান জানানো হয়।

এএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।