নিয়মিতই রোজা রাখি : সজল


প্রকাশিত: ০৯:২২ এএম, ০১ জুন ২০১৭

প্রত্যেক বিশ্বাসী মুসলমানই চেষ্টা করেন রোজা রাখার। তারকারাও শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি রোজা রাখার চেষ্টা করেন। রমজানের পঞ্চমদিনে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল জাগো নিউজের পাঠকদের জানালেন রোজা রাখার অভিজ্ঞতা-

সজল বলেন, ‌‘রমজান মাস এলেই আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে। কারণ ছোটবেলায় রোজা রাখার জন্য মাকে বলে রাখতাম- আমাকে যেন ভোর রাতে ডাকা হয়। আমার কষ্ট হবে বলে মা আমাকে ডাকতেন না। কিন্তু পরে ঘুম থেকে উঠে যখন দেখতাম সকাল হয়ে গেছে, তখন খুব রাগ করতাম। মা তখন বলতেন, ‘পরের দিন অবশ্যই ডাকবেন।’ কিন্তু আবার একই ঘটনা ঘটতো।’

তিনি বলেন, ‘একটা সময় আসে, যখন বুঝতে পারি সবকিছু। কৈশোরে এসে আমি রোজা রাখা শুরু করি। সেই সময়গুলোতে রোজা রাখা ছিলো আনন্দের। বন্ধুদের সঙ্গে পাল্লা দিতাম। এখনও নিয়মিত রোজা রাখি। খুব কষ্টের শুটিং হলে রোজা রাখাটা কষ্টের হয়। তখন দু-একটি রোজা ছাড়তে হয়। এবার ইচ্ছা আছে সবগুলো রোজা রাখার।’

সজল ব্যস্ত আছেন ঈদ নাটক নিয়ে। সম্প্রতি শেষ করেছেন বাজি শিরোনামের একটি নাটক। এছাড়া মাহিয়া মাহির নায়ক হয়ে ‘হারজিৎ’ নামের একটি ছবিতে কাজ করছেন সজল।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।