দুই মসজিদে মাসব্যাপী ইফতার করাবেন ন্যানসি


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ মে ২০১৭

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আজ থেকে ধর্মপ্রাণ মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করবেন। এই রমজান উপলক্ষে জনপ্রিয় গায়িকা নাজমুন মুনীরা ন্যানসি নিয়েছেন নতুন এক উদ্যোগ। তিনি তার (গৌরীপুর) এলাকা ময়মনসিংহের দু’টি মসজিদে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা রেখেছেন। মসজিদ দু’টি হলো তালতলা মসজিদ ও ট্যানারি মসজিদ।

ন্যানসি জাগো নিউজকে জানান, ‘রমজানের দিন প্রায়ই দেখা যায় অনেক কর্মজীবী মানুষ বাসায় ফিরতে গিয়ে দেরি করেন। সেজন্য ঠিকমতো ইফতার করতে পারেন না। পাশাপাশি অনেক অসহায় মানুষও সারাদিন রোজা রেখে নিজেদের জন্য একটু ভালো ইফতারের ব্যবস্থা করতে পারেন না। তাদের জন্য আমার এলাকার দুটি মসজিদে পুরো রমজান মাসজুড়ে ইফতারির আয়োজন রেখেছি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা আরও জানান, ‘এই আয়োজনের পরিকল্পনাটি আমার হলেও এর প্রধান উদ্যোক্তা আমার স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও তার বন্ধু জাহিদ খান।’

ন্যানসি বলেন, ‘ইফতারে ছোলা, মুড়ি, খেজুর, পিয়াজু, শরবত, বিভিন্ন রকমের বড়া, জিলাপি থাকবে।’

এবারের রমজান সবার জন্য মঙ্গলময় হোক এই কামনা করেছেন মধুকণ্ঠী গায়িকা।

এলএ/এনই/এইচএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।