বিক্রম তঞ্চঙ্গ্যাকে গুলির ঘটনায় আটক ১১


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১১ মে ২০১৫

বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংগঠক বিক্রম তঞ্চঙ্গ্যার উপর হামলার ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে এ অভিযান শুরু হয়।

আটকরা হলেন, সুফল চাকমা, লুথোয়াই মং মার্মা, পুশৈসিং মার্মা, এটেন তঞ্চঙ্গ্যা, বাবুল তঞ্চঙ্গ্যা ও রাংগোলা তঞ্চঙ্গ্যা, আতুসে মার্মা, মনুপ্রু মার্মা, ক্যসাই মার্মা, মংসাথোয়াই মার্মা এবং নুথোয়াইমং মার্মা। তাদের বেশিরভাগের বাড়ি জেলার কুহালং, রাজবিলা ও নোয়াপতং ইউনিয়নে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শনিবার সন্ধ্যায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংগঠক এবং গণতান্ত্রিক যুব ফোরামের বান্দরবান জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য বিক্রম তঞ্চঙ্গ্যাসহ এক শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে শনিবার রাতেই ইউপিডিএফের সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরে পুলিশ শনিবার রাত থেকে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় প্রকৃত দুষ্কৃতকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জেলা শহরের বালাঘাটা এলাকায় হিন্দু মন্দিরের পেছনে কয়েকজন সঙ্গীকে নিয়ে আড্ডা দেন জেলা ইউপিডিএফ নেতা বিক্রম তঞ্চঙ্গ্যা। এসময় দুই স্বশস্ত্র সন্ত্রাসী তাদের গুলি করে পালিয়ে যান। ঘটনায় বিক্রম তঞ্চঙ্গ্যা ও নাসির উদ্দিন পায়ে গুলিবিদ্ধ হন। বিক্রম তঞ্চঙ্গ্যা ইউপিডিএফ এর সংগঠক এবং নাসির একজন শ্রমিক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। এদিকে বিক্রমকে মূমুর্ষূ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।