শাহজালালে ৫০০ গ্রাম স্বর্ণসহ আটক ৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ইউসুফ সিহাব (৪৮), মাকসুদা আক্তার দিপা (৩০), ইমরান হোসেন (৪০)। এরা সবাই মানিকগঞ্জের বাসিন্দা। এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাগো নিউজকে তিনি জানান, আটককৃতরা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসভি-৮০৮) সৌদি আরব থেকে ঢাকায় আসেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ক্যানোপি-১ সামনে তাকে তল্লাশি করা হয়।
এসময় তাদের কাছ থেকে বারগুলো পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তানজিনা আক্তার।
এআর,জেইউ/বিএ/আরআইপি