আবারো জুটি বাঁধছেন বাপ্পি ও পরী
প্রথম ছবির সাফল্যের পর আবারো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও আলোচিত নায়িকা পরীমনি।
নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন ফারুখ ওমর। এরই মধ্যে ছবিটির গল্প লেখা শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পরিচালক ফারুখ ওমর বলেন, ‘আগামী কিছু দিনের মধ্যেই নতুন ছবির কাজ শুরু করবো। তবে এখনই ছবিটির সম্মন্ধে কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন। আমার বিশ্বাস, নতুন এই ছবিটি সবার জন্য একটি চমক নিয়ে আসবে।’
এর আগে একই পরিচালকের ‘লাভার নাম্বার ওয়ান’ নামের একটি ছবিতে অভিনয় শেষ করেছেন বাপ্পি-পরী জুটি। ছবিটি আগামী ২১ শে আগস্ট মুক্তি দেওয়া হবে।
এলএ