দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য ৩ দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
গোবিন্দ চন্দ্র বলেন, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা পূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি পান। এতে তারা পূজার আনন্দ তো করতেই পারেন না, সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন থেকেও বঞ্চিত হন।
তিনি বলেন, দুর্গাপূজার সপ্তমী,অষ্টমী ও নবমী হলো প্রধান তিনদিন। এ দিনগুলোতে পূজার ধর্মীয় অনুশাসনে মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে হয়।
তাই দূর্গাপূজা উপলক্ষে মন্ত্রিপরিষদ মণ্ডলীর সভায় অথবা পরবর্তীতে আসন্ন সংসদীয় কমিটিতে প্রস্তাব পেশ করে এই তিনদিন সরকারি ছুটি ঘোষণার জন্য এ সময় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় ও মুখপাত্র পলাশ কান্তি দে প্রমুখ।