কৃষ্ণসার মামলায় রেহাই পেলেন আমির খান


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৯ মে ২০১৫

সালমান খানের পর আরও এক খানকে স্বস্তি দিল আদালত। দীর্ঘদিন ধরে চলা কৃষ্ণসার মামলায় আমির খানকে রেহাই দিয়েছে গুজরাট আদালত। লগন সিনেমার টিমের ছয় জনের বিরুদ্ধে বেআইনীভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়েছিলো।

২০০১ সালে তৈরি লগন সিনেমায় একটি কৃষ্ণসার হরিণ মারার দৃশ্য কুচ অভয়ারণ্যে বাস্তবে করা হয়েছিল বলে আদালতে অভিযোগ দায়ের হয়। অভিযোগ করা হয়েছিল আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর, এবং সিনেমার আরও তিন টেকনিশিয়ান সিনেমার শুটিংয়ের জন্য কৃষ্ণসার মেরেছিলেন।

কিন্তু আদালত জানিয়ে দিয়েছে এই অভিযোগের কোনও সত্যতা নেই। আমিররা কৃষ্ণসার মেরেছেন এর কোনও বাস্তবতাও নেই।  

প্রায় ৯ বছর পর এই মামলায় রেহাই পেলেন আমির খান। হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত সালমান কিন্তু এখনও কৃষ্ণসার মামলায় রেহাই পাননি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।