নাচে-গানে তারকাকথনের ১৪ বছর পূর্তি


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২২ মে ২০১৭

‘দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে’- দিনাত জাহান মুন্নীর কণ্ঠে যখন গানটি পরিবেশন চলছে তখনই মঞ্চে আগমন ঘটে আবিদা সুলতানার। তিনিও গানটি ধরেন।

এ সময় চিত্রনায়িকা অঞ্জনা মঞ্চে এসে নাচ শুরু করেন। গানটির সাথে অন্যদিকে চলছিলো দিলারা জামান, আতাউর রহমান, কেরামত মাওলার ও তুষার খানের নাচ। উপস্থিত তারকারা তখন মুগ্ধ হয়েছে তাদের উৎসাহ দিতে থাকেন। এমনই এক আনন্দঘন সময়ে চ্যানেল আইয়ের প্রতিদিন সরাসরি প্রচারিত ‘তারকাকথন’ অনুষ্ঠানের ১৪তম বর্ষপূর্তি উদযাপিত হয়ে গেল।

অনন্যা রুমার পরিচালনায় অনুষ্ঠানটি একটানা প্রচারিত হচ্ছে ১৪ বছর যাবত। এ উপলক্ষে ২১ মে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সম্পর্কে তারকাদের স্মৃতিচারণ শেষে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের শভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় তিনি উপস্থিত বিভিন্ন অঙ্গণের তারকাদের সঙ্গে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন।

Tarokakathan

এদিন টেলিফোনে সরাসরি দর্শকদের সাথে তারকাদের আড্ডার এ অনুষ্ঠানটি প্রচার করেছে ৬,৭১৪ পর্ব। অনুষ্ঠানটি বর্তমানে প্রচার হচ্ছে ‘ইউনিভার্সেল ফুড লি.’ এর সৌজন্যে। অনুষ্ঠান সম্পর্কে তারকাদের স্মৃতিচারণের পাশাপাশি আরো সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম, মেহরীন, দিঠি আনোয়ার, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ।

তারকাকথনের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন- সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, প্রবীন সাংবাদিক কামাল লোহানী, কবি আসাদ চৌধুরী, চলচ্চিত্রকার আমজাদ হোসেন ও মতির রহমান, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, সংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কবি মুহাম্মদ সামাদ, চিত্রশিল্পী আবদুল মান্নান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান, সাংবাদিক দেওয়ান হাবিবুর রহমান, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, ফকির আলমগীর, স্বাধীন বাংলা বেতারের শিল্পী লীনু বিল­াহ, শাহীন সামাদ, রফিকুল আলম, হায়দার হোসেন, মেহরীন, অফস্কিউরের টিপু, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, শাহনাজ বেলী, ইবরার টিপু, দিঠি আনোয়ার, তানভীর আলম সজীব, পিন্টু ঘোষ, গীতিকার কবির বকুল, গীতিকার ও সঙ্গীতশিল্পী শফিক তুহিন, মিউজিক ডিরেক্টর ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, অভিনেতা আজিজুল হাকিম, শহীদুল আলম সাচ্চু, মাজনুন মিজান, জাহিদ হাসান শোভন, রুনা খান, আহসানুল হক মিনু, সোহেল আরমান, দীপা খন্দকার, তমালিকা কর্মকার।

Tarokakathan 2

আরও ছিলেন শাহেদ, শাহনাজ খুশী, রোকেয়র প্রাচী, মাহবুবা রেজানুর, কিসলু, নাট্যকার জিনাত হাকিম, বৃন্দাবন দাস, উপস্থাপক আবদুন নূর তুষার, নিমা রহমান, রিপন খান, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চিত্রনায়ক ইমন সাহা, সায়মন, নবাগত চিত্রনায়িকা হিমি, লাক্সস্টার চৈতি, শানু, বাঁধন, সামিয়া, ভিট মডেল হাসিন, সেরাকণ্ঠ পুষ্পিতা, বাংলার গান শারমিন, অঙ্কন প্রমুখ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।