সাড়ে ৩ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পেরুল নামক স্থানে সেনা সদস্যবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকে। এতে ঘটনাস্থলের উভয়দিকে ট্রেন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কুমিল্লার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, ঢাকা থেকে আর্মি স্পেশাল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিকেল ৪টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পেরুল এলাকায় আসার পর ওই ট্রেনের মাঝের দুইটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস