রাজনীতি করবেন না রজনীকান্ত


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৬ মে ২০১৭

আট বছর পরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুপারস্টার রজনীকান্ত। আর সাক্ষাৎপর্বের প্রথম দিনেই স্পষ্ট করে দিলেন, রাজনীতিতে তিনি যোগ দিচ্ছেন না। জানালেন, ‘একটা সময়ের পর থেকে আমাকে রাজনীতি করার জন্য বলা হচ্ছে। কিছু মানুষ আমার নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা, টাকা কামানোর চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘আমি রাজনীতি করবো কি না তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। কিন্তু, আমি রাজনীতিতে পা রাখছি না। কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে নেই বা আমিও কাউকে সমর্থন করি না।’

তবে এখন রাজনীতিতে যোগ দেবেন না বললেও সম্ভাবনা জিইয়ে রেখেছেন এই তারকা। যদি যোগ দেন তাহলে জনকল্যাণ করবেন, বক্তব্য তার। জানিয়েছেন, ‘আমায় ব্যবহার করে কিছু মানুষ বিধায়ক বা নেতা হতে চান। কিন্তু, আমি যদি রাজনীতিতে যোগ দিই তাহলে মানুষের সেবা করার জন্য যাব, টাকার জন্য নয়। আমি একজন অভিনেতা। তাতেই খুশি।’ সম্প্রতি তাকে ভারতের রাষ্ট্রপতি হিসেবেও ভাবা হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। এরইমধ্যে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন এই তামিল সুপারস্টার।

নিজের ছবির সাফল্য ব্যর্থতা নিয়ে ফ্যানদের সঙ্গে কথা বলেন রজনী। বিষয়বস্তু ভালো হলে ছবি দর্শকদের মন জয় করবে, অভিমত তার। জানান, ‘কোচাদায়িয়ান ও লিঙ্গা ছবিটি ভালো চলেনি। কিন্তু, কাবালি ও এন্থিরান দর্শকদের মন জয় করেছে। ভালো বিষয়বস্তু হলে ছবি চলবে।’

আন্ডারওয়ার্ল্ড ডন হাজি মাস্তানের জীবনী নিয়ে রজনীকান্ত ছবি করছেন বলে শোনা যাচ্ছিলো। সেই গুজবে ইতি টেনেছেন ছবির পরিচালক। জানিয়েছেন, হাজি মাস্তানকে নিয়ে সিনেমা হচ্ছে না।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।