রেকর্ড গড়েই চলেছে বাহুবলী ২


প্রকাশিত: ০২:৫১ এএম, ১৬ মে ২০১৭

গত ২৮ এপ্রিল মুক্তির পর থেকে বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে দক্ষিণের পরিচালক এস এস রাজমৌলির বাহুবলী ছবির সিকুয়্যাল ‘বাহুবলী ২ : দ্য কনক্লুশন’। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে অনেক আগেই ১০০০ কোটি টাকার ক্লাবে পৌঁছে গেছে। এবার প্রথম হিন্দি ছবি হিসেবে ৪০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।

সোমবার পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী হিন্দি ছবি হিসেবে বক্স অফিসে ৪৩২.৮ কোটি টাকা কালেকশন হয়েছে। এখনও পর্যন্ত যে হারে ব্যবসা করছে ছবিটি তাতে ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শিগগিরই ছবিটি ৫০০ কোটিও টপকে যাবে। এর আগে পর্যন্ত হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনের রেকর্ড ছিল আমির খান অভিনীত দঙ্গল ছবির দখলে। ৩৮৭.৩৮ কোটি টাকা আয় করেছিল ছবিটি। আপাতত দঙ্গলকে বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে বাহুবলী ২।

অন্যদিকে, দ্বিতীয় ভারতীয় সিনেমা হিসেবে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে দঙ্গলও। সম্প্রতি চীনে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে সেখানে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে আমির খানের থ্রি ইডিয়টস এবং পিকে ছবি দু’টিও চীনে ভালো ব্যবসা করেছিল।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।