রেকর্ড গড়ার স্বপ্নে হোঁচট খেলো রিয়াল


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৬ মে ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুইবার শিরোপা জেতার রেকর্ড গড়ার স্বপ্নে বড় একটা হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। আর সেমি-ফাইনালের প্রথম লেগে তাদেরকে হারিয়ে `ট্রেবল` জেতার পথে আরেক ধাপ এগিয়ে গেছে ইউভেন্তুস। ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-১ গোলে জেতে সেরি আর চ্যাম্পিয়নরা। তাই ফাইনালে উঠতে আগামী বুধবার নিজেদের মাঠে কমপক্ষে ১-০ গোলে জিততে হবে রিয়ালকে।

এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ইউভেন্তুস। আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় দলটি।  গোলটিতে বড় ভূমিকা ছিল কার্লোস তেভেসের, ডান দিক থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের নিচু করে মারা শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি ইকের কাসিয়াস। গোলমুখের সামনে থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন রিয়ালেরই সাবেক স্ট্রাইকার মোরাতা।

২৩তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে চার মিনিট বাদে অবশ্য ব্যর্থ হননি রোনালদো। ডান দিক থেকে হামেস রদ্রিগেসের আড়াআড়ি উঁচু করে বাড়ানো বলে ছোট ডি বক্সের মধ্যে হেড করে রেকর্ড গড়া গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি`অর জয়ী। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রোনালদোর এটা ৭৬তম গোল। সমান ৭৫ গোল নিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। ৪১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেলেও ভাগ্যের ফেরে হতাশ হতে হয় রিয়ালকে। বাঁ-দিক থেকে ইসকোর দেয়া ক্রসে শূন্যে উঠে হেড করেছিলেন রদ্রিগেস, কিন্তু বল পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ভালো একটা আক্রমণ করে ইউভেন্তুস, কিন্তু তেভেসের সোজা করে মারা জোরালো শট সহজেই ধরে ফেলেন কাসিয়াস। ৫৬তম মিনিটে পাল্টা আক্রমণে বল নিয়ে ক্ষিপ্র দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন তেভেস। কিন্তু পেছন থেকে তাকে দানি কারবাহাল ফাউল করলে পেনাল্টি পায় ইউভেন্তুস। তা থেকেই ফের দলকে এগিয়ে দেন তেভেস। ৮৭তম মিনিটে রাফায়েল ভারানের চরম ভুলে আরেকটি গোল হজম করতে বসেছিল রিয়াল।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।