কস্ট কাটিং –এর শিকার ‘বাজিরাও মস্তানি’
ব্যবসায়িক কারনে ‘কস্ট কাটিং’ করছে বলিউড ফিল্ম সংস্থা ‘ইরোজ এন্টারটেইন্টমেন্ট’৷ এই সিদ্ধান্তে খুশি নন ছবির অভিনেতা-অভিনেত্রী কেউই৷ সঞ্জয়লীলা বনশালীর আগামী ছবি ‘বাজিরাও মস্তানি’-র ক্ষেত্রেও ঘটল একই ঘটনা৷
ছবির নায়ক রণবীর সিং অবশ্য এই চুক্তিতে কাজ করতে রাজি হয়েছেন৷ রণবীরের বিপরীতে থাকছেন দুই গ্ল্যামারাস স্টার দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া৷তাঁরা অবশ্য তাঁদের প্রাপ্য টুকু পাবে বলেই এখনও অবধি জানা গেছে৷ ‘কস্ট কাটিং’ থেকে বাদ পড়েননি পরিচাললক সঞ্জয়লীলা বনশালীও৷ তবুও কাজ করা থেকে নিজেকে বিরত রাখেননি তিনি৷
সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘রাম লীলার’ ক্ষেত্রেও ‘এরস এন্টারটেইন্টমেন্ট’ একই নিয়ম কার্যকরী করেছিল৷ রাম লীলার সময় থেকেই রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে একটা গুজব শুরু হয়েছিল৷পরে অবশ্য সেকথার সত্যতাও কিছুটা প্রমানিত হয়েছিল৷ সম্ভবত সেই কারনেই লাভার বয় রণবীরের মতে ‘কস্ট কাটিং’ বিজনেস ডিল হলেও দীপিকার জন্য সব কুরবান৷