শাকিবের জিডি তদন্তের আদেশ


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১১ মে ২০১৭

চিত্রনায়ক শাকিব খান নিরাপত্তা চেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তা তদন্ত করার অনুমতি দিয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ খান জিডিটির তদন্তের অনুমতি চেয়ে আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সুব্রত শুভ মামলা তদন্তের অনুমতি দিয়ে আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গত সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেন চিত্রনায়ক শাকিব খান।

গত শুক্রবার ( ৬ মে) বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের রাতে আক্রমণে আহত হন ঢাকাই ছবির নায়ক শাকিব থান। ওই ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তিনি। আক্রমণে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানকে মূল পরিকল্পনাকারী হিসেবে জিডিতে উল্লেখ করেন শাকিব। আরও অভিযোগ করা হয় চিত্রনায়ক সাইমন সাদিক ও খল অভিনেতা জিয়ার বিরুদ্ধে। শাকিবের দায়ের করা অভিযোগ নং ৩৬৫।

জেএ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।