একক নাটকে সুমাইয়া শিমু


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১১ মে ২০১৭

নাট্যকার জহির করিমের নতুন গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‌‌‘তক্ষক’ শিরোনামের খন্ড নাটক। এর শুটিং সম্পন্ন হয়েছে গত ২৬ ও ২৭ এপ্রিল, গাজীপুরের বিভিন্ন লোকেশনে। নাটকটিতে একক ভূমিকায় অভিনয় করেছেন সুমাইয়া শিমু। অন্তরীপ প্রোডাকশন্স নিবেদিত এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ।

নাট্যকার জহির করিম বলেন, ‘নাটকটি রচনা করেছি, নিঃসঙ্গ একজন নারীর জীবনের গল্প নিয়ে। চল্লিশ দশকের একজন নারীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব-নিঃসঙ্গতা আর সমাজ বাস্তবতার চিত্র বিশেষ করে তৎকালীন পশ্চাৎপদ নারী সমাজ ব্যবস্থায় নিজের অস্থিত্বকে টিকিয়ে রাখার মর্মস্পর্শী গল্পই ফুটে উঠেছে ‘তক্ষক’ নাটকের পটভূমিতে।’

Shimu

সুমাইয়া শিমু নাটকটি প্রসঙ্গে বলেন, ‘পুরো নাটকে একটিই চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। কিন্তু করতে গিয়ে অসাধারণ ভালো লাগার অনুভূতি কাজ করেছে। আমার বিশ্বাস, নাটকটি ব্যতিক্রমী ভাবনা ও বিনোদন প্রিয় দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

পরিচালক বললেন, ‘এই নাটকের লোকেশন, সেট, আসবাবপত্র, কস্টিউম ও প্রপসে দেখানো হয়েছে বিভিন্ন দশকের ঐতিহ্যগত বৈচিত্র্য। চেষ্টা ছিলো ভিন্ন আমেজের একটি নির্মাণ নিয়ে হাজির হতে।’ তিনি আরও জানালেন, শিগগিরই নাটকটি প্রচারে আসবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।