শাকিবের উপর হামলায় অপু বিশ্বাসের ক্ষোভ


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৭ মে ২০১৭

শাকিব খানের ওপর যারা হামলা চালিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি চান অপু বিশ্বাস। শাকিব পত্নী অপু এইসব হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘শাকিব খান এমন একজন সুপারস্টার যে এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনার থেকে।’

অপু আরও লেখেন, ‘তার ওপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব?’

অপু আরও লিখেছেন, ‘মধ্যরাতে শাকিব খানের ওপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পেছনে ইন্ধন জোগায় কারা? একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচনের ভোট গণনার সময় রাত ২ টা নাগাদ শাকিব খান এফডিসিতে যান এবং ভোট গণনার কক্ষে প্রবেশ করেন। এ নিয়ে ভোটার এবং প্রার্থীদের কেউ কেউ আপত্তি তুললে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর পুলিশ ডেকে শাকিবকে বের করে দেন। অভিযোগ উঠেছে শাকিব মদ্যপ অবস্থায় ভোট গণনা কক্ষে প্রবেশ করে নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করতে চেয়েছিল।

এদিকে শাকিব খান জানান, তিনি যেহেতু বিগত শিল্পী সমিতির সভাপতি, তাই শিল্পীদের অনুরোধে তিনি ভোট গণনা কক্ষে গিয়েছিলেন। এভাবে অপমানিত হতে হবে জানলে তিনি যেতেন না।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।