প্রাণ আপের বিজ্ঞাপনে অঙ্কুশ-সায়ন্তিকা


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৭ মে ২০১৭

নির্মিত হয়েছে দেশের জনপ্রিয় কোমল পাণীয় প্রাণ আপের নতুন বিজ্ঞাপন। দুই বাংলার টেলিভিশনগুলোতে প্রচার হবে এই টিভিসিটি। এতে মডেল হয়ে জুটি বেঁধেছেন কলকাতার দুই সুপারস্টার অঙ্কুশ ও সায়ন্তিকা।

এর আগে এই তারকা যুগল বেশ কিছু চলচ্চিত্রে কাজ করে মন জয় করেছেন দুই বাংলার দর্শকদের। এবার তারা হাজির হলেন বাংলাদেশি জনপ্রিয় পণ্যের প্রচারণায়। জিঙ্গেলভিত্তিক কালারফুল এই টিভিসিটি জনপ্রিয়তা পাবে আশা প্রকাশ করেন নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিন।

বিজ্ঞাপন

Sayontika

তিনি বলেন, ‘যেহেতু কোমল পানীয়ের বিজ্ঞাপন তাই ঝকঝকে রঙিন আর প্রাণবন্ত একটি টিভিসি নির্মাণের চেষ্টা ছিলো। থাইল্যান্ডের মনোরম লোকেশনে এর কাজ হয়েছে। বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ডের কলাকুশলী ও টেকনিশিয়ানরা বিজ্ঞাপনটির জন্য শ্রম দিয়েছেন। নান্দনিক একটি উপস্থাপনার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

Sabin Bhai

বিজ্ঞাপনটির জিঙ্গেল করেছেন ‘জিঙ্গেল কিং’ খ্যাত বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।