সর্বোচ্চ ভোট পেয়ে সাইমনের রেকর্ড


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৬ মে ২০১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রেকর্ড গড়লেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি সর্বোচ্চ ৩৬১ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সিনিয়র অনেক শিল্পীকে টপকে সর্বোচ্চ ভোট পেয়ে নিজের জনপ্রিয়তার শ্রেষ্ঠ প্রমাণ পেলেন সাইমন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া জানাতে পোড়ামন ছবির এই নায়ক জাগো নিউজকে বলেন, শুরু থেকেই আমি নির্বাচনে জয় নিয়ে শতভাগ আশাবাদী ছিলাম। কিন্তু আমাদের সিনিয়র অনেক শিল্পীকে পেছনে ফেলে সর্বোচ্চ ভোট পাব, এটা ভাবিনি।

সাইমন বলেন, আমার এই আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। চলচ্চিত্রের প্রতি আরও দায়িত্ববোধ বেড়ে গেল। এখন প্রধান লক্ষ্য নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী কাজ করবো।

শিল্পীরা একটি পরিবার। জয়-পরাজয় যাই হোক না কেন, সব শিল্পীদের নিয়ে একটি পরিবারের মতো চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সকলের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করে সাইমন।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মৌসুমি। এরপর ৩৪৪ ভোট পেয়েছেন রোজিনা। সাইমন-রোজিনা একই প্যানেল থেকে অর্থাৎ মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে মৌসুমি প্রার্থী হয়েছিলেন ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে।

এই নির্বাচনে মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন, যারা প্রত্যেকেই চলচ্চিত্রের নিবন্ধিত শিল্পী। 

এনই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন