চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৩ মে ২০১৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফৈলজানা খ্রীষ্টান পল্লীর প্রধান সুবল মণ্ডল জানান, রাত সাড়ে ৭টার দিকে কৃষক ওয়াসিম (৪০) ও তার স্ত্রী লাইলী বেগম (২৭) নিজের বাড়ির আঙিনায় নলকূপের পাইপ তুলতে যান। এসময় তাদের মাথার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনে স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওয়াসিম ও লাইলী বেগম দুই সন্তানের জনক-জননী।

আখতারুজ্জামান আখতার/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।