ভোট দিতে এফডিসিতে অনন্ত-বর্ষা


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৫ মে ২০১৭

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসি গিয়েছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। শুক্রবার দুপুর ১২টা দিকে ব্যক্তিগত লাল রঙের একটি গাড়িতে এফডিসি-তে প্রবেশ করেন তারা। এ সময় উল্লাস করেন এফডিসি চত্বরে থাকা অনেক শিল্পী।

ভোট প্রদান শেষে বেশ উৎফুল্ল দেখা যায় অনন্ত-বর্ষা দম্পতিকে। পরিচিত অনেক শিল্পী তাদের সঙ্গে সেলফি তোলেন এবং কথা বলেন।

ভোট প্রদান শেষে অনন্ত জলিল বলেন, খুব ভালো লাগছে। অনেকদিন পর এফডিসিতে আসলাম। যারাই ভোটের নির্বাচনে জয়ী হবেন তারা শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করবেন বলে আমি আশা করি।

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার প্রসঙ্গে অনন্ত বলেন, ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় চলচ্চিত্রে মনোযোগ দিতে পারছি না। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে হাতে থাকা সৈনিক ও দ্য স্পাই দুটি ছবি নির্মাণ শুরু করব।

উল্লেখ্য, এ বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। প্যালেন তিনটি হচ্ছে- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন।

এনই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন