ডাকাতদের সর্দার মৌসুমি হামিদ!


প্রকাশিত: ১১:০৩ এএম, ০৪ মে ২০১৭

এর আগে গ্ল্যামার দিয়ে নজর কেড়েছেন মৌসুমি হামিদ। এবার তিনি আসছে ডাকাত দলের সর্দার হয়ে। বাস্তবে নয়, একটি নাটকে। নির্মাতা সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় ‘বাদাবন’ নাটকে ডাকুরানি চরিত্রে দেখা যাবে।

পুরান ঢাকা, গাজীপুরের কালিয়াকৈর, সিলেটের শ্রীমঙ্গলের নানা লোকেশনে চলছে নাটকটির শুটিং।

নাটকটিতে নিজের চরিত্রে সম্পর্কে মৌসুমি বলেন, ‘আমি সবসময় একটু ব্যতিক্রম ধরনের চরিত্রে অভিনয় করে থাকি। আর বিশেষ করে বলতে হয় চ্যালেঞ্জিং চরিত্র আমাকে টানে। এই নাটকটিও ব্যতিক্রম ধরনের ভালো গল্পে নির্মিত হচ্ছে। এখানে আমার চরিত্রটি ডাকুরানির। বেশ চ্যালেঞ্জ নিয়ে কাজটি করছি। দর্শকের অনেক ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’

নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘সাধারণত এক ঘণ্টার নাটকগুলো তিন চার দিনের বেশি শুটিং করা হয় না। কিন্তু আমি এই নাটকটি গত ৮দিন ধরে শুটিং করেছি দেশের নানা প্রান্তে। এখন রাতারগুলে আরও দুই থেকে তিনদিন শুটিং করলেই শেষ হবে দৃশ্যধারণ। চেষ্টা ছিল গল্পের মধ্যে গল্প দেখাতে। এতটুকু বলতে পারি যারা নাটকটি দেখবেন তাদের ভালো লাগবে।’

নাটকটিতে আরও অভিনয় করছেন মামুনুর রশিদ, শাহরিয়ার ফেরদৌস সজীবসহ অনেকেই। আসছে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।